Beanibazarview24.com






১৫ বছরের কম বয়সী মেয়ের সম্মতি নিয়ে যৌ.ন স.ম্পর্ক করলেও সেটি ধ.র্ষ.ণ বলে গ.ণ্য করবে ফ্রান্স। সম্প্রতি এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে দেশটিতে।
এতদিন ফ্রান্সে নারীদের ক্ষেত্রে সম্মতিসূচক শা.রী.রিক সম্পর্কের বয়স ছিল ১৫ বছর। যদি এর চেয়ে কম বয়সী কেউ ধ.র্ষ.ণে.র শি.কা.র হতো, তাহলে অভিযুক্তের আইনজীবী সেই ঘটনাকে সম্মতিসূচক সহবাস প্র.মাণের চেষ্টা করতে পারতেন। এর মাধ্যমে অনেক ধ.র্ষ.ণের ঘটনাই সম্মতিপূর্ণ সহবাস হিসেবে প্রতিষ্ঠিত করে অভি.যু.ক্তরা শা.স্তি এড়িয়ে যেতেন।
+
কিন্তু নতুন আইনের ফলে ওই সুযোগ আর থাকছে না। এখন থেকে ১৫ বছরের কম বয়সী কোনও মেয়ের সঙ্গে যৌ.ন সম্পর্ক হলেই সেটি ধ.র্ষ.ণ হিসেবে ধরা হবে এবং দো.ষীকে সর্বোচ্চ ২০ বছরের কা.রাদ.ণ্ড দেয়া হবে।
এই আইন পাস হওয়ার পর গত বৃহস্পতিবার ফরাসি আইনমন্ত্রী এরিক মোরেট্টি ঘটনাটিকে তাদের সমাজব্যবস্থা ও শিশুদের জন্য ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন।
অবশ্য এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন আইনজীবীদের একাংশ। দু’জনের সম্মতিতে স.হ.বা.স হলেও আইন অনুযায়ী একজন ধ.র্ষ.ণে.র সা.জা পাবেন বলে মত তাদের।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
Comments are closed, but trackbacks and pingbacks are open.