Beanibazarview24.com






দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডা.কা.ত.রা অ.স্ত্রে.র মুখে নগদ টাকা এবং মোবাইল ফোন ছি.নি.য়ে নেয়। তবে হাইকমিশনারসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন।
বুধবার (২ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই ডা.কা.তি.র ঘটনা ঘটে।
দূতাবাস সূত্রে জানা যায়, নিয়মিত অফিস চলাকালীন কয়েকজন ডাকাত দূতাবাসের সেবা গ্রহীতাদের ওয়েটিংয়রুমে ঢুকে পড়ে। সেখানে অপেক্ষারত প্রবাসীদের অ.স্ত্রে.র মুখে জি.ম্মি করে ১৩ হাজার রেন্ড (স্থানীয় মুদ্রা) এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ডা.কা.তি.র ঘটনা বুঝতে পেরে এসময় দূতাবাস থেকে পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে ডা.কা.তি.র আলামত সংগ্রহ করে। ডা.কা.তি.র ঘটনায় দূতাবাসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুরো ঘটনা লিখিত আকারে ডিজি এডমিনিস্ট্রেশন, ঢাকা এবং ডিজি আফ্রিকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদল দূতাবাসের মেইন ভবনে প্রবেশ করতে পারেনি। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন।
দেশটিতে দীর্ঘদিন বসবাসরত প্রবাসীরা জানান, এর আগে হাইকমিশনারের বাসভবন ‘বাংলাদেশ হাউজেও’ ডা.কা.তি.র ঘটনা ঘটেছিল। তারা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় চু.রি-ডা.কা.তি.র ঘটনা করোনাকালে বহুগুণ বেড়ে গেছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নেয়া উচিত।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.