Beanibazarview24.com






ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও ফের বিয়ে করতে যাচ্ছেন বলে গুঞ্জন শুরু হয়েছে। রোনালদোর বর্তমান প্রেমিকা সেলিনা লকসের একটা ইনস্টাগ্রাম পোস্ট থেকেই এই জল্পনার শুরু। পেশায় মডেল সেলিনার সঙ্গে ২০১৫ সালে পরিচয় হয়েছিল দুইবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল মহাতারকার। এরপর আট বছর ধরে তারা প্রেম করে যাচ্ছেন।




প্যারিস ফ্যাশন উইকের নিয়মিত মুখ সেলিনা তার ইনস্টাগ্রামে রোনালদোর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি।’ সেই পোস্টে রোনালদো লিখেছেন, ‘তোমাকেও ভালোবাসি।’ এর পরই ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, সেলিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। অন্যদিকে সেলিনাও কয়েক বছর আগে ‘কুয়েম’ সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, রোনালদোর চার সন্তানকে তিনি নিজের সন্তান হিসেবেই দেখেন।




মডেল সুজানা ওয়ের্নারের সঙ্গে লিভ ইন সম্পর্ক শেষ করে ১৯৯৯ সালে ব্রাজিলিয়ান ফুটবলার মিলান ডমিনগুয়েজকে বিয়ে করেন রোনালদো। চার বছরের সংসারে জন্ম হয় একমাত্র সন্তান রোনাল্ডের। এরপর ২০০৫ সালে ব্রাজিলিয়ান মডেল ও এমটিভি ভিজে ড্যানিয়েল সিকারেল্লিকে।
তবে সেই সংসার টিকেছিল মাত্র তিন মাস। এরপর মারিয়া বিয়েট্রিচকে বিয়ে করেন রোনালদো। সেই সংসারে মারিয়া সোফিয়া ও মারিয়া এলিস নামের দুই সন্তান আছে। এ ছাড়া ব্রাজিলিয়ান ক্রীড়াবিদ মিশেল উমেজুর সঙ্গে প্রেমের সম্পর্কের ফলে ২০০৫ সালে জন্ম হয় অ্যালেক্সের।
বিবিসি জানিয়েছে, সেখানে শুধু ডিম পাওয়ার বিষয়টি এটি ইঙ্গিত দিতে পারে যে- প্রাচীন বিশ্বে লোকজন কেবল উটপাখির ডিম সংগ্রহে সন্তুষ্ট ছিল। চুলার পাশে ডিমের উপস্থিতি ইঙ্গিত করে যে, সেগুলো সংগ্রহ করা হয়েছিল এবং খাদ্য হিসেবে তখন উটপাখির ডিম ব্যবহৃত হতো।
সূত্র: বিবিসি
Comments are closed, but trackbacks and pingbacks are open.