Beanibazarview24.com






সংবাদ পাঠক থেকে অভিনয়ে আসার ঘটনা আগেও ঘটেছে। সংবাদ পাঠক থেকে অভিনয়ে এসে সাফল্য পেয়েছেনও অনেকে। এবার সে তালিকায় যুক্ত হলেন তানজিয়া জুথী।
ঈদের বিশেষ ধারাবাহিক নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করলেন এ সংবাদ পাঠক।
“হৈ হৈ কাণ্ড, রৈ রৈ ব্যাপার” নামের এই নাটকটি লিখেছেন অভিনেতা কচি খন্দকার। আর নির্মাণ করেছেন আরিফুর জামান আরিফ।
প্রথমবারের মতো অভিনয় করার অভিজ্ঞতা জানাতে গিয়ে তানজিয়া জুথী বলেন, “আমি প্রায় ১০ বছর হলো সংবাদ পাঠক হিসেবে কর্মরত। এতোদিন অভিনয় করা হয়নি। হুট করেই মনে হলো, অভিনয়ের মাধ্যমেও নিজেকে উপস্থাপন করা যায়। তাই শুরু করলাম। সামনে ভালো চিত্রনাট্য পেলে নিয়মিত অভিনয় করার ইচ্ছা আছে।”
জুথীর অভিনয় প্রসঙ্গে পরিচালক আরিফুর জামান আরিফ বলেন, “অভিনয়ের জগতে নতুন হলেও জুথী অনেক ভালো করেছেন। তাকে নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে। এই নাটকটি ঈদের জন্য নির্মিত হয়েছে। ওই সময় যেকোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।”
জানা গেছে, ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গত ১৫ ফেব্রুয়ারি নাটকটির শুটিং শুরু হয়েছে।
নাটকটিতে আরও অভিনয় রয়েছেন মীর সাব্বির, ফজলুর রহমান বাবু, চিত্রলেখা গুহ, আ খ ম হাসান, শতাব্দী ওয়াদুদ, আরশ, বড়দা মিঠু প্রমুখ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.