Beanibazarview24.com






আরও দুই জন নারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি আরব। নেতৃত্বে নারীর ক্ষমতায়নকে আরও উৎসাহ দিতে এমন পদক্ষেপ নিয়েছে দেশটি। খবর সৌদি গেজেট’র।
রিয়াদের আল-ইয়ামামাহ প্রাসাদে বাদশাহ সালমান বিন আব্দুলআজিজের সামনে নতুন নিয়োগ পাওয়া অন্যদের সঙ্গে নেসরিন আল-শেবেল ও হাইফা আল-জেদিয়াও শপথ নেন।
আল-শেবেলকে ফিনল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আর আল-জেদিয়াকে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় পারমাণবিক শক্তি কমিউনিটি’র (ইএইসি) সৌদি আরবের মিশনের রাষ্ট্রদূত এবং প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন করে এই দু’জনকে নিয়োগ দেয়ায় সৌদি নারী কূটনীতিকের সংখ্যা পাঁচ জনে দাঁড়াল। আল জেদিয়া এসআরএমজি থিংক-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিষ্ঠানটি সৌদি রিসার্চ অ্যান্ড মিডিয়া গ্রুপের একটি নতুন প্রতিষ্ঠিত অধ্যয়ন বিভাগ, যার লক্ষ্য হলো অর্থনীতি, ভূগোল এবং বৈদেশিক নীতিসহ বিভিন্ন ক্ষেত্রে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা সম্পর্কে বিশ্লেষণ প্রদান করা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.