Beanibazarview24.com






সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাকের ধা..ক্কায় প্রা.ণ হারিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র মোটরসাইকেল আরোহী সাব্বির রহমান।
বুধবার (০৫ মে) রাত আনুমানিক সাড়ে নয়টায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শাহজালাল (রহঃ) দরগা থেকে নামাজ শেষে রসায়ন বিভাগের সাব্বির রহমান ও আইপিই বিভাগের বোরহান ফেরার পথে সুবিদবাজার পয়েন্টে দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলে ধা.ক্কা দেয়। এসময় সাব্বিরের উপর ট্রাকের চা.পা পড়ে ঘটনাস্থলেই সে নি.হ.ত হয় এবং অন্য আরোহী বোরহান পাশে সরে যায়।
সাব্বির শাবিপ্রবির রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র। সাব্বিরের দেশের বাড়ি নড়াইল জেলায়।
এদিকে ঘটনার পর পরই স্থানীয় জনতা ঘা.ত.ক ট্রা.ক ও চালক কে আ.ট.ক করে রাস্তা অ.ব.রো.ধ করে বি.ক্ষো.ভ করে। বর্তমানে ট্রাক চালক থানা হেফাজতে রয়েছে বলে জানা যায়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.