Beanibazarview24.com






‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ছবির শাহরুখ খান আর কাজলের জনপ্রিয় ট্রেনের সেই দৃশ্যটি বাংলাদেশে পুনঃনির্মাণ করা হয়েছে। ঠিক সেই দৃশ্যটিকে অন্যভাবে সাজিয়ে নির্মাণ করা হয়েছে একটি বিজ্ঞাপন। এতে মডেল হয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও অভিনেত্রী সারিকা সাবরিন।




জনপ্রিয় এই ক্রিকেটার আশরাফুলকে বিজ্ঞাপনে শাহরুখ রূপে হাজির হওয়ায় একেবারেই ভিন্ন রূপে দেখা যায়! এর আগে কখনোই তাকে এমনভাবে দর্শক তথা তার ভক্তরা দেখেননি।
শাহরুখ খানের জনপ্রিয় সেই দৃশ্যে অভিনয় করে আশরাফুল নিজেও বেশ উচ্ছ্বসিত।
তিনি বলেন, ‘বিজ্ঞাপনটির কনসেপ্ট আমার বেশ ভালো লেগেছে। আমি অভিনয় করতে গিয়ে নিজে বেশ রোমাঞ্চিত হয়েছি। কাজটি প্রচারে যাওয়ার পর বেশ ভালো রেসপন্স পাচ্ছি। এমন ভিন্নরূপে নিজেকে দেখে সত্যিই ভালো লাগছে।’
বিজ্ঞাপনটিতে মজার একটি দৃশ্যে হাজির হন ফুড ব্লগার রাফসান দ্য ছোট ভাই। তিনি শাহরুখরূপী আশরাফুলকে বাধা দেন নায়িকার কাছে পৗঁছাতে। তৌকির রহমান ও রেহানুর রহমানের গল্প ও চিত্রনাট্যে বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মুনতাসির আকিব।
Comments are closed, but trackbacks and pingbacks are open.