Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

দুবাই কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি বিচারক শায়খ শোয়াইব

দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের সাফল্য অনেক। একাধিক আসরে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশি হাফেজ। ২৬তম দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও প্রথম হয়েছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম। ১৭তম আসরে প্রথম হয় বাংলাদেশের হাফেজ তরিকুল ইসলাম। আর ১১তম আসরে প্রথম হয় হাফেজ ফজলে রাব্বি আদেল।

তবে এ প্রতিযোগিতায় প্রতি বছর বাংলাদেশি প্রতিযোগী থাকলেও বিচারক প্যানেলে ছিলেন না কেউ। এবার সেই আক্ষেপ ঘুঁচলো। বিচারক প্যানেলে জায়গা হলো বাংলাদেশি শায়খ শোয়াইব মোহাম্মদ আল আজহারি। তিনিই বিচারক হিসেবে দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দায়িত্ব পালন করা প্রথম বাংলাদেশি। ২৬তম আসরে তাকে বিচারক প্যানেলে দেখা গেছে। পবিত্র মাহে রমজানে এ আসর বসে।

শোয়াইব মোহাম্মদ আল আজহারি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে মর্যাদাপূর্ণ ‘ইলমুল কেরাত ওয়াত তাজবিদ’ ডিগ্রি অর্জন করেন। দশ কেরাতের ওপর ধারাবাহিক উচ্চতর এ সনদ অর্জনের আগে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

২০২২ সালে তিনি মস্কো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারক প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া শোয়াইব মোহাম্মদ আল আজহারি দেশি ও বিদেশি বিভিন্ন টিভি চ্যানেলে আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে নিয়মিত কাজ করে বাংলাদেশের সম্মান বিশ্বের দরবারে সমুন্নত রাখছেন।

তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার শ্যামপুরের মাওলানা মোহাম্মদ মুজিবুল হকের ছেলে। কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রি অর্জনের পর তিনি পাড়ি জমান মিশরে। সেখানে ইসলামি জ্ঞান চর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.