Beanibazarview24.com






বিপিএলের মাঝপথে ওমরাহ করতে দেশ ছাড়লেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন সাকিব আল হাসান।
৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বরিশালের কোনো ম্যাচ না থাকায় ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
সাকিবের সৌদি আরবে যাওয়ার খবর জানিয়েছেন দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান।
ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান জানিয়েছেন, ওমরাহ পালন শেষে আগামী সোমবার ঢাকা ফিরে দলের সঙ্গে যোগ দেবেন দলের অধিনায়ক। সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের শেষ চার নিশ্চিত করেছে সাকিবের বরিশাল। আগামী ৭ ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচে কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল।
Comments are closed, but trackbacks and pingbacks are open.