Beanibazarview24.com






‘বিগ বস ১৩’র কল্যাণে প্রথমবারের মতো সবার নজরে আসেন গায়িকা-অভিনেত্রী শেহনাজ গিল। জনপ্রিয় ওই রিয়েলিটি শো শেষ হওয়ার পর রাতারাতি যেন বদলে গেল শেহনাজের জীবন। ‘বিশেষ বন্ধু’ সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের পর ধীরে ধীরে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি।




সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবি দিয়ে এ বছরই পর্দায় আত্মপ্রকাশ করার কথা তার। গায়িকা হিসেবেও ইতোমধ্যেই পরিচিতি পেয়ে গিয়েছেন পাঞ্জাবের ক্যাটরিনা খ্যাত এ অভিনেত্রী।




সম্প্রতি এ অভিনেত্রীর একটি ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ঘুরছে। যা নিয়ে ব্যাপক প্রশংসাও পাচ্ছেন গিল। কী ছিল সেই ভিডিওতে?
ভিডিওতে দেখা যায়, মঞ্চে লাইভ গান গাইছিলেন শেহনাজ। সেসময় স্থানীয় মসজিদে আজান শুরু হতে গান থামিয়ে দেন এ তারকা।
মুসলিমদের প্রার্থনায় বিঘ্ন ঘটাতে চাননি শেহনাজ। যতক্ষণ আজান চলে ততক্ষণ মাথা নিচু করে চোখ বুজে মঞ্চে দাঁড়িয়ে ছিলেন তিনি।
এদিকে অভিনেত্রীর এমন পরধর্মসহিষ্ণুতার বোধ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অনেকেই বলছেন, ওর থেকে শেখার আছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.