Beanibazarview24.com






রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একমাত্র সন্তান ইউভান। জন্মের পর থেকেই ছোট্ট ইউভান নেটপাড়ায় পরিচিত মুখ।পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব সামলে ছেলেকে সময় দেন রাজ। আর অন্যদিকে শুটিংয়ের চাপ সামলেও ছেলের প্রতি কোনো কর্তব্য করতে পিছপা হন না শুভশ্রী।




প্রায়ই তাদের পারিবারিক মুহূর্তগুলো নেটদুনিয়ায় ভাইরাল হয়। ইউভানের ফুটবল খেলা, ঢাক বাজানো, দৌড়ে হেঁটে যাওয়া, প্রথম উঠে বসা, দাঁড়ানো, হাঁটা সবকিছুরই সাক্ষী সামাজিকমাধ্যম। আর সেসব ভিডিও ইউভান-ভক্তদের কাছে যেন উপহার।




কিছুদিন আগে ভিডিওতে এসে ইউভান বলল ‘হাই’। এই ‘হাই’-তেই কুপোকাত শুভশ্রীর অনুরাগীরা। এবার ভাইরাল হলো আরেকটি পোস্ট। ছোট্ট ইউভানকে নিয়ে আজমির শরিফ দরগায় ঘুরতে গিয়েছেন রাজ-শুভশ্রী।
তাদের সঙ্গে ছিলেন পারিবারিক বন্ধু অভিনেত্রী ফলক রশিদ রায় ও তার স্বামী। ছোট্ট ইউভান বাবার মতোই টুপি পরেছে। মা শুভশ্রীর মাথায় কাপড়। অনেকের প্রশ্ন: ‘তবে কি রাজ-শুভশ্রীর পুরো পরিবার মুসলিম হয়ে গেল!’
রোববার দুপুরে পরিবারের সঙ্গে আজমির শরিফ দরগায় তোলা ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। পোস্টের ক্যাপশনেই রাজ খোলাসা করেছেন–এগুলো আগের রাতের ছবি। সেখানে তারা ঘুরতে গিয়েছিলেন–এমনটাই জানিয়েছেন তিনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.