Beanibazarview24.com






নিউইয়র্কে ট্রেন লাইনে বাংলাদেশি বংশোদ্ভূত কলেজ ছাত্রী জিনাত হোসেনের মৃ.ত্যুর ঘটনা নিয়ে ধূ.ম্রজাল সৃষ্টি হয়েছে। একদিকে পুলিশ বলছে আত্মহ.ত্যা। অন্যদিকে মানতে নারাজ জিনাতের পরিবার।
শনিবার দুপুরে ব্রুকলিনের বায়তুল জান্নাহ মসজিদে জিনাতের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা তার নানা মো. কবীর বলেন, জিনাত আ.ত্মহ.ত্যা করেছে বলে পুলিশের রিপোর্টে বলা হয়েছে। কিন্তু এটা আমরা মনে করি না। ওই রিপোর্টে বলা হয়েছে, ‘ওপর থেকে পড়ে মৃত্যু’। এটা আসলে ‘হে.ইট ক্রা.ই.ম’। এর প্রতিবাদে কমিউনিটিকে ঐক্যবদ্ধ হতে হবে।
আমির হোসেন ও জেসমীন হোসেন দম্পতির একমাত্র মেয়ে জিনাত নিউ ইয়র্কের হান্টার কলেজের ছাত্রী ছিলেন, তাদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগতপুর গ্রামে।
বুধবার রাতে ম্যানহটান থেকে ব্রুকলিনগামী ট্রেনের ৫৫ স্ট্রিট সাবওয়ে থেকে ২৩ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। কলেজের ক্লাস শেষে বাসায় ফেরার পথে ওই জায়গায় তার মৃ.ত্যু হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.