Beanibazarview24.com






সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ব.লাৎকা.রের অভিযোগে মাদরাসার এক শিক্ষককে .পি.টুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
কারি মাওলানা ফয়েজ উদ্দিন নামের ওই শিক্ষক গোলাপগঞ্জ পৌর এলাকার মুহাম্মাদিয়া তাহফিজুল কোরআন মাদরাসার পরিচালকের দায়িত্বে রয়েছেন।
সোমবার (২৩ মে) ওই ছাত্রের চাচাতো ভাই গোলাপগঞ্জ মডেল থানায় ফয়েজ উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।
বাদীর বরাতে তিনি জানান, শনিবার ফয়েজ উদ্দিন ওই ছাত্রকে ব.লাৎ.কার করেন। এরপর সে মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। পরদিন সে মাদরাসায় যেতে চায়নি।
এ সময় পরিবারের সদস্যরা মাদরাসায় যাওয়ার জন্য চাপ দিলে সে ব.লাৎ.কারের বিষয়টি জানায়। এরপর গতকাল রোববার রাতে মাদরাসার পরিচালক ফয়েজ উদ্দিনকে এলাকাবাসী পি.টু.নি দিয়ে পুলিশে সোপর্দ করে।
ওসি জানান, এ ঘটনায় ছাত্রের চাচাতো ভাই বাদী হয়ে একটি মা.মলা করেছেন। আ.সামিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জে.ল হা.জতে পাঠানো হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.