Beanibazarview24.com






এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা অপু বিশ্বাসের এখন তেমন ব্যস্ততা নেই। গত ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘প্রিয় কমলা’ সিনেমাটির মাধ্যমে বহুদিন পর আবার পর্দায় আসেন তিনি। এই সিনেমায় অপু বিশ্বাস একজন বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছেন।




আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিতব্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’তে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করার কথা রয়েছে অপুর। ছবির প্রযোজক ও পরিচালক অনন্যা রুমা।
অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’র শুটিং বাকি। করোনার প্রকোপ কমলে সিনেসাটির বাকি কাজ হবে বলে জানা গেছে।
এদিকে, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর একাকী জীবন কাটছে অপুর। বিয়ের পরিকল্পনার বিষয়ে গণমাধ্যমকে অপু বলেন, আমি পরিকল্পনা করে কিছু করি না। হঠাৎই সিদ্ধান্ত নিয়ে ফেলি। বিয়েটাও হয়তো হঠাৎ করেই করে ফেলা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.