Beanibazarview24.com






ফ্লাই ওয়েট ক্যাটাগরিতে কেজ ওয়ারিয়র্সের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশী বংশদ্ভূত বৃটিশ নাগরিক সৈয়দ সাজিদুল হক শাজ।
তিনি চ্যাম্পিয়নশিপে যাওয়ার পথে ইংল্যান্ডের স্যাম ক্রিসিকে পরাজিত করেন। চ্যাম্পিয়নশিপের লড়াইটি লন্ডনে নববর্ষের প্রাক্কালে হয়েছিল।
শাজ ছয় বছর আগে একই প্রতিপক্ষ ক্রিসির সাথে লড়াই করেছিলেন এবং সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে জিতেছিলেন।
‘সুপারম্যান’ খ্যাত শাজ ইংল্যান্ডের সাউথ শিল্ডসে বসবাস করে আসছেন। তিনি সেখানে ACE MMA নামে একটি শারীরিক ফিটনেস সেন্টারের প্রধান কোচও।
সৈয়দ সাজিদুল হক শাজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজে’লার সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান। তার পিতার নাম সৈয়দ আদরাফুল হক ও মাতার নাম সৈয়দা শাহিদা খাতুন।
আগামী চ্যাম্পিয়নশিপ ‘UFC Stage-2023’এ তার অ’ভিষেক হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.