Beanibazarview24.com






বলিউড তারকা ঐশ্বরিয়া রাই পর্দায় আজকাল অনিয়মিত। স্বামী অভিষেক বচ্চন ও সন্তান আরাধ্যকে নিয়েই ব্যস্ত সময় কাটান তিনি। সবাই জানেন আরাধ্যকে দিয়েই প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়েছেন এ তারকা।




এবার শোনা যাচ্ছে, আরাধ্য তার প্রথম সন্তান নয়। ৩২ বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে তার। অন্ধ্রপ্রদেশের এক যুবক নিজেকে অভিনেত্রীর সন্তান বলে দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।




সংগীত কুমার নামের ওই তরুণ দাবি করেছেন, ১৫ বছর বয়সে আইভিএফের (টেস্ট টিউব) মাধ্যমে তাকে জন্ম দিয়েছিলেন ঐশ্বরিয়া। লন্ডনে ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি।

ওই যুবক আরও জানিয়েছেন, দুই বছর বয়স পর্যন্ত ঐশ্বরিয়ার মা-বাবার কাছেই ছিলেন তিনি। পরে তার বাবা ভাদিভেলু রেড্ডি তাকে বিশাখাপত্তনমে নিয়ে আসেন।




এতদিন সংগীতের আত্মিয় স্বজন মায়ের পরিচয় গোপন রেখেছিলেন তার কাছে। তবে এখন তিনি জানতে পেরেছেন। তাই মায়ের সঙ্গে সময় কাটাতে চান। তিনি চান, ঐশ্বরিয়া তার সঙ্গে ম্যাঙ্গালুরুতে এসে থাকুন।




এ সময় নিজের ছোটবেলার ছবিও দেখিয়েছেন সংগীত নামের তরুণ। তবে দেখাতে পারেননি শক্ত কোনো প্রমাণ। তাই ধোপে টিকছে না তার দাবি। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি ঐশ্বরিয়া । বচ্চন পরিবারও রয়েছে নিশ্চুপ।
Comments are closed, but trackbacks and pingbacks are open.