Beanibazarview24.com






কাতারে হামাদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা.রা গেছেন ক্যা.ন্সা.র আ.ক্রা.ন্ত প্রবাসী মো. ইস্কান্দার আলী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না রাজিউন)। সোমবার তিনি শেষ নিঃশ্বা.স ত্যাগ করেন।




জানা গেছে, মৃ.ত্যু.কা.লে তার বয়স হয়েছিল ৪২, তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন। প্রবাসী ইস্কান্দার আলীর মরদেহ দ্রুত দেশে প্রেরণ ও তার পরিবারকে এককালীন আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন কাতার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নূর।




তিনি জানান, মাতৃভূমির জন্য মৃ.ত্যু.র আগে আকুতি জানিয়েছিলেন, যেন তাকে দেশে যেতে সুযোগ দেয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাতে সায় দেননি। আল্লাহর নিয়তি সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কাতারে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রবাসী ইস্কান্দারের ম.র.দে.হ শিগগিরই বাংলাদেশে পাঠানোর সবধরনের সহযোগিতার আশ্বাস দেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমান।
সেই সঙ্গে দেশে ম.র.দে.হ দাফন বাবদ বিমানবন্দর থেকে ৩৫ হাজার টাকা ও পরিবারের আর্থিক সহায়তা ৩ লাখ টাকা দেবে প্রবাসী কল্যাণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
Comments are closed, but trackbacks and pingbacks are open.