Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

২০২২ বিশ্বকাপের বল হবে সবচেয়ে দ্রুততম : ডিজাইনার


কাতার বিশ্বকাপের বল গতকাল উন্মুক্ত করেছে ফিফা। এর ডিজাইনারদের দাবী, টুর্নামেন্ট ইতিহাসে এই বলটি হবে ভাসমান অবস্থায় সবচেয়ে দ্রুত গতির।

ফিফার এক বিবৃতিতে বলা হয়, এডিডাসের তৈরী এই বলটির নাম দেয়া হয়েছে আল রিহলা। আরবি ভাষার এই শব্দের অর্থ হচ্ছে ‘যাত্রা’। এর নকশায় গুরুত্ব পেয়েছে কাতারের সংস্কৃতি, স্থাপথ্য, আইকনিক বোট ও পতাকা।

ডিজাইনাররা জানায়, এই বলটি হবে ‘দ্রুতগতির ও এযাবৎকালে ফিফা বিশ্বকাপে ব্যবহৃত বলগুলোর তুলনায় যথার্থ নিখুত।’

আগামী কয়েক সপ্তাহে দুবাই, টোকিও, মেক্সিকো সিটি ও নিউইয়র্কসহ বিশ্বের ১০টি শহর পরিভ্রমন করবে বলটি।

মধ্য প্রাচ্যের গ্রীষ্মকালীন খরতাপ থেকে রক্ষা পেতে প্রথমবারের মত গতানুগতিক রিতি ভেঙ্গে নভেম্বর ও ডিসেম্বরে আয়োজন হতে যাচ্ছে বিশ্বকাপ। চলতি বছর ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.