Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

সন্তানদের সময় দিতে চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডার মা


সন্তানদের সময় দিতে ও কর্মস্থলে পর্দার খেলাপ হওয়ায় চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জান্নাত-ই হুর সেতু। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে ১০ বছরের চাকরিজীবনের অবসান ঘটিয়ে সহকর্মীদের কাছ থেকে নেন তিনি।

জান্নাত-ই হুর সেতু শেরপুরের শ্রীবর্দী উপজেলার রানীশিমুল গ্রামের মো. জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী সানোয়ার রাসেল একই পদে ঈশ্বরগঞ্জ উপজেলায় কর্মরত।

জান্নাত-ই হুর সেতু ব্যক্তিগত জীবনে তিন কন্যাসন্তানের জননী। স্বামী, শাশুড়ি ও সন্তানদের নিয়ে ময়মনসিংহ নগরীর নজরুল সেনা স্কুলরোড এলাকায় বসবাস করেন।

সন্তানরা বাবা-মায়ের স্নেহ-মমতা থেকে বঞ্চিত হচ্ছে। ওদের স্বাভাবিক বেড়ে ওঠার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। এ কারণে সেতুর চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। পরে সেতুর সঙ্গে যোগাযোগ করে জাগো নিউজ।

তবে, জাগো নিউজের হাতে আসে ভিন্ন কারণ। শুধু সন্তানদের সময় দেওয়ার জন্য নয়, কর্মস্থলে পর্দার খেলাপ হওয়ায় চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জান্নাত-ই হুর।

তিনি বলেন, ‘পর্দা করে চাকরি করা যাবে বিষয়টা এমন না। আমি যে চাকরিটা করি সেখানে শুধু মহিলারাই কাজ করেন না। সেখানে পুরুষরা চাকরি করেন। তাছাড়া, কৃষক ও মাঠে গিয়ে অনেক সময় কাজ করতে হয়। যে কারণে অনেক সময় পর্দার খেলাপ হয়।’

তিনি আরও বলেন, ‘আমার সন্তানরা বাবা-মায়ের স্নেহ-মমতা থেকে বঞ্চিত হচ্ছে। ওদের স্বাভাবিক বেড়ে ওঠার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। নানান দিক চিন্তা করেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমাদের জীবনে উচ্চাকাঙ্ক্ষা না থাকায় তেমন কোনো চাহিদা নেই। তেমন আর্থিক সংকটও নেই। তাই চাকরি থেকে অবসর নিয়েছি।’

‘আমাদের বড় মেয়ের বয়স ৯ বছর। মেজ মেয়ে ৫ বছর ও ছোট মেয়ের বয়স ১৮ মাস। বড় মেয়ের জন্মের পর আমার শাশুড়ি মা লালন-পালন করতেন। এখন আরও দুজন বাচ্চা ছোট হওয়ায় বৃদ্ধা শাশুড়ি মা একা পেরে উঠেন না। এদিকে আমরা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করি। পেশাগত কারণে খুব ব্যস্ত সময় পার করতে হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করতে হয়’, যোগ করেন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা জান্নাত-ই হুর।

এ বিষয়ে জান্নাত-ই হুরের স্বামী সানোয়ার রাসেল জাগো নিউজকে বলেন, ‘সে সন্তানদের সময় দিতে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছে। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে, আমি তার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘সে খুব ধার্মিক। সব সময় পর্দা করে। সে হয়তো ব্যক্তিগতভাবে কর্মস্থলে তার মতো করে পর্দা করতে পারছে না। তবে, বিষয়টা এমন না যে মেয়েরা সরকারি চাকরি করতে পারবে না। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিয়য়।’

‘সম্প্রতি কিশোর-কিশোরীর আত্মহত্যা প্রবণতা যেভাবে বাড়ছে, সেই দষ্টিকোণ থেকে সন্তানকে সময় দিতেে চাকরি থেকে অবসর নেওয়া খু্ব গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে সব মা-বাবাকে তার সন্তানদের সময় দেওয়া উচিত’, বলেন সানোয়ার রাসেল।

ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা জানান, জান্নাত-ই হুর সেতু গৌরীপুর উপজেলায় দায়িত্বপালন করেছেন। তিনি ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে স্বেচ্ছায় অবসর চেয়ে অধিদপ্তরে লিখিত আবেদন করেছেন। অধিদপ্তর তার আবেদন অনুমোদন করেছে। চলতি সপ্তাহেই এ বিষয়ে চিঠি পাওয়া যাবে।

জান্নাত-ই হুর সেতু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে মাস্টার্স সম্পন্ন করেন। একই বছর ২৯তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। চাকরির পরই বিয়ে করেন সহপাঠী সানোয়ার রাসেলকে।

জামালপুরের ইসলামপুর উপজেলায় দায়িত্বপালনের মধ্যদিয়ে কর্মজীবন শুরু করেন সেতু। এরপর ২০১৫ সালে বদলি হয়ে জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে যোগদান করেন ময়মনসিংহের গৌরীপুরে।
সূত্রঃ জাগো নিউজ

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.