Beanibazarview24.com






সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বরে দুর্ঘটনায় নি.হ.ত মোটর সাইকেল আরোহী আবদুল মতিন যুক্তরাজ্য প্রবাসী। কয়েক দিন আগে পরিবার নিয়ে তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী খালেদা বেগম গু.রু.ত.র আ.হ.ত হয়েছেন। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছিল।
নি.হ.ত আবদুল মতিন গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জগঝাপ গ্রামের আবদুল মজিদের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর উপশহর ডি ব্লকের ২৩ নম্বর বাসায় থাকতেন।
জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমা থেকে তিনি মোটর সাইকেলযোগে স্ত্রীকে নিয়ে উপশহরের বাসায় ফিরছিলেন। হুমায়ূন রশিদ চত্বর থেকে শাহজালাল ব্রিজগামী রাস্তায় আসার পর একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি ও তার স্ত্রী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আবদুল মতিন মা.রা যান। আর গুরুরত আ.হ.তা.ব.স্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্ত্রী খালেদাকে।
খবর পেয়ে পুলিশ লা.শ উ.দ্ধা.র করে ম.য়.না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ম.র্গে প্রেরণ করে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.