Beanibazarview24.com






ফ্রান্সের প্যারিসে মোটর সাইকেল দুর্ঘ’টনায় মৌলভীবাজারের জুড়ীর রুমেল আহম’দ মা’রা যাওয়ার ১২ দিন পর দেশে ফিরল তার লা’শ। ১৬ মে রবিবার ভোরে ঢাকা শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লা’শ আসলে পরিবারের সদস্যরা গ্রহণ করেন। বিকাল সাড়ে ৫টায় স্থানীয় বিশ্বনাথ পুর ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।




নি’হতের পরিবার সূত্রে জানা যায়, উপজে’লার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুস সহিদ এর জেষ্ঠ্যপুত্র রুমেল আহম’দ (৩০) প্রায় ১২ বছর আগে লন্ডন যান। সেখানে থেকে স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি ফান্স চলে যান। সেখানে একটি কোম্পানীতে অনলাইন ডেলিভা’রী দেওয়ার কাজ করতেন।




৪ এপ্রিল প্যারিস সময় ১ টার দিকে প্যারিস মেট্রোকির্মি এলাকায় ডেলিভা’রি দিতে গিয়ে ট্রাকের নিচে পড়ে দুর্ঘ’টনায় নি’হত হন। বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে পু’লিশ সেখানে অবস্থানরত বাংলাদেশীদেরকে খবর দিলে তারা নি’হতের বাড়িতে যোগাযোগ করেন। এর পর থেকে ফ্রান্সের প্রবাসী এবং নি’হতের পরিবারসহ এলাকায় চলছে শোকের মাতম।




নি’হত রুমেল আহম’দ এর নিকটবর্তী ফ্রান্স প্রবাসী আব্দুলাহ আল তারেক জানান, পু’লিশ আমাদের খবর দিলে আম’রা বাংলাদেশ সময় সকাল ৫ টায় হাসপাতা’লে উনার লা’শ দেখি। দেশে পাঠানোর ব্যবস্থার জন্য লা’শ হাসা’পাতা’লে রাখা হয়েছে। সময় সকাল ৫ টায় হাসপাতা’লে উনার লা’শ দেখি। দেশে পাঠানোর ব্যবস্থার জন্য লা’শ হাসা’পাতা’লে রাখা ছিল এতদিন।




জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন জুড়ী উপজে’লা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা প্রমুখ।







Comments are closed, but trackbacks and pingbacks are open.