Beanibazarview24.com






বিয়ানীবাজারে দুই সন্তানের জননীর ঝুল.ন্ত লা.শ উ.দ্ধার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ফুহাদুল চৌধুরীর বাড়ি থেকে তার স্ত্রী মীরা বেগম (৪০) এর লা.শ উ.দ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানা পুলিশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকের কলেজ মর্গে প্রেরণ করে। তবে কি কারণে এই মৃত্যু এ ব্যাপারে কিছু জানা যায়নি।
ম.য়না ত.দন্ত শেষে মীরা বেগমের লা.শ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মামলা তদন্তকারি কর্মকর্তা এস.আই হিমেল জানান। তিনি জানান, মীরা বেগম তার নিজ ঘরে ভেতরে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ঝুল.ন্ত অবস্থায় ছিলেন। ম.য়না ত.দন্ত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মোঃ মেহেদি হাসান সুমন বলেন, প্রাথমিকভাবে আ.ত্মহ.ত্যা বলে মনে হয়েছে। তবে ম.য়না ত.দন্তের রি.পোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.