Beanibazarview24.com
ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় সুনামগঞ্জের আবুল খায়ের চৌধুরী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত আমিনুল হক চৌধুরীর ছেলে।
শুক্রবার (২ জুন) স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্যারিসের একটি জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গন্ধর্বপুর গ্রামের মৃত আমিনুল হক চৌধুরীর পাঁচ ছেলের মধ্যে তিন নম্বর আবুল খায়ের চৌধুরী। ফ্রান্সের প্যারিসে এক সন্ত্রাসী হামলায় শুক্রবার সন্ধ্যার দিকে প্যারিসের স্যারসেল এলাকায় এক জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পারিবারিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাবসায়িক সূত্র থেকে এই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের মামাতো ভাই ইব্রাহিম আলী গিলমান বলেন, শুক্রবার ফ্রান্সের একটি জঙ্গলে আমার ভাইয়ের মরদেহ পাওয়া যায়। ওই দিনই আমাদের কাছে খবর আসে। যতটুকু জেনেছি তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। ফ্রান্সে আমাদের যোগাযোগ আছে। কয়েক দিনের তার মরদেহ দেশে আসবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.