Beanibazarview24.com






বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই মালাবদল হবে। ঠিক তখনই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন কনে। এরপর মৃ.ত্যু.র কোলে ঢো.লে পড়েন। কনের মৃ.ত্যু.র পরে তার বোন অর্থাৎ হবু শ্যালিকাকে বিয়ে করলেন যুবক।




গত বৃহস্পতিবার ভারতের উত্তরপ্রদেশের এটাওয়াতে ঘটনাটি ঘটেছে।
আনন্দবাজার পত্রিকা জানায়, সমসপুর গ্রামের সুরভীর সঙ্গে বিয়ে হচ্ছিল নাওলি গ্রামের মঙ্গেশ কুমারের। কিন্তু মালাবদলের আগেই অসুস্থ হয়ে পড়েন সুরভী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃ.ত বলে ঘোষণা করেন।
হৃ.দ.রো.গে আ.ক্রা.ন্ত হয়ে সুরভীর মৃ.ত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুরভীর মৃ.ত্যু.তে মুহূর্তের মধ্যে আনন্দের অনুষ্ঠান পরিণত হয় বি.ষা.দে।
এক পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে মঙ্গেশ প্রস্তাব দেন, সেই দিনই সুরভীর বোন নিশাকে তিনি বিয়ে করতে চান। পাত্রীপক্ষও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়।
এরপর দুই পরিবার বসে নি.শা.র সঙ্গে মঙ্গেশের বিয়ে দেয়। কনে বিদায়ের পরে সুরভীর শে.ষ.কৃ.ত্য করে পরিবার।
Comments are closed, but trackbacks and pingbacks are open.