Beanibazarview24.com






অক্সফোর্ডের ফর্মুলায় অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করো’না ভ্যকসিনের প্রতি ব্রিটিশদের আস্থা হ্রাস পেয়েছে। সর্বশেষ পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, টিকা নেয়ার পর বিড়ল কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে গত মাস থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার প্রতি উৎসাহ কমে গেছে ব্রিটিশদের।




তবে সমগ্রিকভাবে ব্রিটেনে টিকা নেয়ার পক্ষের লোকজনই বেশি।
রয়টার্সের খবরে বলা হয়েছে, পাঁচ হাজার মানুষের উপর চালানো গবেষণার ফলাফলে দেখা গেছে, তাদের অধিকাংশই যত দ্রুত সম্ভব করো’নাভাই’রাসের টিকা নিতে আগ্রহী।
কিন্তু গতমাসে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর ১৩ শতাংশের শরীরে র’ক্ত জমাট বাঁ’ধার পর জরীপের ফল উল্টে গেছে। এখন এক চতুর্থাংশ মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রতি অনিহা দেখাচ্ছেন।
ওই গবেষণায় যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একজন কিং কলেজ লন্ডনের পলিসি ইনস্টিটিউটের পরিচালক ববি ডফি বলেছেন, র’ক্ত জমাট বেঁধে যাওয়ার বিষয়টি ব্রিটিশ জনগণের উপর বিরুপ প্রভাব ফেলেছে তবে সামগ্রিকভাবে টিকা নেয়ার প্রতি আস্থা হ্রাস করেনি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.