Beanibazarview24.com






মালয়েশিয়ায় মেয়াদ উত্তীর্ণ সোশ্যাল ভিজিট পাসধারী ও কাগজপত্রহীন অ.বৈধ অভিবাসীদের ধরতে না.ইট ক্লা.বগুলোতে অ.ভি.যান জোরদার করেছে দেশটির অভিবাসন ও পুলিশ বিভাগ।
এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বুধবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের জালান নাগাসারির একটি হোটেলে অভিযান চালিয়ে এক বাংলাদেশিসহ চার বিদেশি নারীকে গ্রে.ফ.তা.র করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রে.ফ.তা.র.কৃ.তদের মধ্যে বাংলাদেশি নারী ছাড়াও থাইল্যান্ডের দুই ও উগান্ডার একজন নারী রয়েছে। এদের মধ্যে বাংলাদেশি নারী প.তি.তা.বৃ.ত্তি.র নেটওয়ার্ক তৈরির মূলহোতা বলে জানিয়েছে কুয়ালালামপুর জেলা পুলিশ প্রধান ডাং ওয়াঙ্গির সহকারী কমিশনার মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ।
অভিযান পরিচালনা করে দেশটির ফৌজদারি ত.দ.ন্ত বিভাগের (বিএসজে) জেলা পুলিশ সদর (আইপিডি) ডাং ওয়াং ফাঙ্গির একটি দল।
ওই চার নারীকে দ.ণ্ড.বি.ধির ৩৭৩ ধারা, দণ্ডবিধির ৩৭২ বি ধারা ও ইমিগ্রেশন আইনের ৩৯বি ১৯৬৩ ধারায় গ্রে.ফ..তার করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.