Beanibazarview24.com






ইস’রায়েলি বিমান হা’মলায় বি’ধ্বস্ত ভবনের ভগ্নাংশের স্তুপের নিচ থেকে ছোট্ট শি’শুকে জীবন্ত পেয়ে সিজদায় লুটিয়ে পড়লো শি’শুর পিতা৷
(১৬ মে) রবিবার সকালবেলা দখলদার ইস’রায়েলের অ’তর্কিত বিমান হা’মলায় ধ্বসে পড়ে বেশ কয়েকটি ভবন। এতে ২৬ জন শহীদ ও শতাধিক আ’হত হয়। তথ্যসূত্রে আলজাজিরার তথ্যমতে আগ্রাসনের শুরু থেকে এপর্যন্ত শহীদের সংখ্যা ১৭৪ ও আ’হতের সংখ্যা ১২০০।
শি’শুটিকে ফিরে পেয়ে নির্যাতিত পিতা বলে ওঠে ‘তুমি বেঁচে আছো বাবা! আলহাম’দুলিল্লাহ! তোমা’র অসংখ্য শুকরিয়া ইয়া আল্লাহ!’ এরপর তিনি জমীনে সিজদায় লুটিয়ে পড়েন। উ’দ্ধারকারীদেরও তিনি শুকরিয়া জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.