Beanibazarview24.com






দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আরমান মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবকের ঝু.ল.ন্ত ম.র.দে.হ উ.দ্ধা.র করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মে) সকালে জোহানেসবার্গের একটি বাসা থেকে তার ম.র.দে.হ উ.দ্ধা.র করে পুলিশ। তার মৃ.ত্যু.র কারণ জানা যায়নি।
আরমানের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গেয়ালনগর গ্রামে। তিনি ওই এলাকার সোহরাব মিয়ার ছেলে। আরমান জোহানেসবার্গের আলবার্টনে বাংলাদেশি মালিকানাধীন দোকানে চাকরি করতেন।
আরমানের পরিবার সূত্রে জানা গেছে, ১০ ভাই-বোনের মধ্যে আরমান সবার ছোট। ২০১৯ সালে তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। সেখানে একটি চায়ের দোকানে চাকরি করতেন।
পরিবার সূত্রে আরও জানা গেছে, ফ্লাইট বন্ধ থাকায় আরমানের লা.শ দে.শে পাঠানো সম্ভব হচ্ছে না। তাই দক্ষিণ আফ্রিকায় তাকে দা.ফ.ন করা হবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.