Beanibazarview24.com






সম্প্রতি গাড়ির ব্রেক ফেল করে দুর্ঘটনার শি.কার হয়েছিলেন মালাইকা অরোরা। এবার গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হলেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। পায়ে চোট পেয়েছেন তিনি। বেশ কিছু সেলাই লেগেছে।
জানা গেছে, গতকাল ২ মে মহাকাল দর্শন করতে যাচ্ছিলেন তনুশ্রী। এসময় গাড়ির ব্রেক নষ্ট হয়ে যায় রাস্তায়। তার পরেই দুর্ঘটনা। সে কথা নিজেই জানিয়েছেন বলি নায়িকা।
ইনস্টাগ্রামে পরপর কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন মন্দির প্রাঙ্গনে। মাথায় লাল টিকা এবং হলুদ লাগানো। শেষের ছবিতে কেবল তাঁর পা দেখা যাচ্ছে। পা কে.টে র.ক্ত পড়ছে।
ছবির সঙ্গে তনুশ্রী লিখেছেন, ‘ঘটনাবহুল দিন ছিল আজ! শেষ মেশ মহাকাল দর্শন করতে পেরেছি। পথে গাড়ির ব্রেক ফেল করে যায়। কয়েকটি সেলাই পড়েছে। জয় শ্রী মহাকাল!’
গত মাসে ফ্যাশন ইভেন্ট থেকে ফেরার সময়ে দুর্ঘটনার মুখোমুখি হন মালাইকা। মুম্বই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে খোপোলির কাছে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। চোখের তলায় আঘাত পেয়েছিলেন তিনি। এক দিন হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা চলে। তার পরে তনুশ্রীর এই দুর্ঘটনার খবর।
Comments are closed, but trackbacks and pingbacks are open.