Beanibazarview24.com






রিকশাচালককে মেরে অ.জ্ঞা.ন করে ফেলার ঘটনায় আ.ট.ক সুলতান আহমেদকে কা.রা.গা.রে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। এছাড়া তার জামিন শুনানির জন্য ঈদের পর দিন ধার্য করেছেন বিচারক। এতে আগামী ঈদুল ফিতরের আগে তার মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।




সম্প্রতি বংশাল এলাকায় এক রিকশাচালককে মেরে অ.জ্ঞা.ন করে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই সূত্র ধরে মঙ্গলবার পুলিশ তাকে গ্রে.প্তা.র করে।




নি.র্যা.ত.ন.কা.রী সুলতান আহমেদ পেশায় একজন সাইকেল ব্যবসায়ী। তার কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও বংশালে স্থানীয় ব্যবসায়ী হওয়ায় অনেক প্রভাবশালী তিনি। এছাড়া বংশালে তার চারতলা একটি বাড়ি রয়েছে। তারা পাঁচ ভাই সেখানে থাকেন।




বুধবার (৫ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৫ এ হাজির করা হয় এই আসামিকে। পুলিশ তাকে কা.রা.গা.রে পাঠানোর আবেদন করে। আর আসামিপক্ষে করা হয় জামিন আবেদন। উভয় পক্ষের শুনানি শেষে সুলতান আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ মে ধার্য করা হয়।







Comments are closed, but trackbacks and pingbacks are open.