Beanibazarview24.com






দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওটিটিতে সাফল্যের পর ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।
অতনু ঘোষ পরিচালিত এ সিনেমার প্রচারণায় অংশ নিতে এখন তিনি কলকাতাতে রয়েছেন। সেখানে সিনেমা প্রচারের পাশাপাশি ‘সানন্দা’ ম্যাগাজিনের ফটোশুটেও অংশ নিয়েছেন ফারিণ।
এই ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেওয়ার পর ছোট বেলার স্মৃতি নাড়া দিয়েছে ফারিণকে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে ছোটবেলার স্মৃতিচারণ করেছে তিনি।
তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাকে বল্লাম, ছোটবেলায় চুরি করে যে ম্যাগাজিন পড়ার জন্য বকা দিতে, আজ সেটার জন্য স্যুট করলাম। দেখো।’
তার পোস্ট দেখে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।
২০১৭ সালে মায়ের আগ্রহে প্রথম ক্যামেরার সামনে আসেন তাসনিয়া ফারিণ। এরপর বেশকিছু নাটকে কাজ করেন। বছর না ঘুরতেই ছোট পর্দার তুমুল জনপ্রিয়তা পান। এরপর আর পেছনি ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রী।
Comments are closed, but trackbacks and pingbacks are open.