Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হ’ত্যার মূল হো’তা ড্রো’ন হা’মলায় নিহ’ত

The mastermind behind the killing of 26 Bangladeshis in Libya has been killed in a drone strike


লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে নির্বিচারে গু’লি করে হ’ত্যায় মূল হো’তা বলে অ’ভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই দেশটির বিমান বাহিনীর ড্রো’ন হামলায় নিহ’ত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ওই হামলায় তার মৃ’ত্যু হয়। লিবিয়ার সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যম বলছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নি’য়ন্ত্রক বিদ্রো’হী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। রাজধানী ত্রিপোলিসহ অনেক এলাকা জাতিসংঘ-স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের (জিএনএ) নিয়’ন্ত্রণে থাকলেও বেনগাজীসহ অনেক তেলসমৃদ্ধ এলাকা খলিফা হাফতারের বা’হিনীর দখ’লে রয়েছে।

গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গু’লি করে হ’ত্যা করে এক মা’নবপা’চারকারীর সহযোগী ও স্বজনরা। এতে আহ’ত হন আরও ১১ জন বাংলাদেশি।

বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় মু’ক্তিপ’ণের জন্য জিম্মি রেখেছিল মা’নবপা’চা’রকারী চক্র। এ নিয়ে এক পর্যায়ে ওই চক্রের সঙ্গে মা’রামা’রি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মা’নবপা’চারকারী নিহত হয়। তারই প্রতি’শো’ধ হিসেবে সেই মা’নবপা’চারকারীর লোকজন এ হ’ত্যাকা’ণ্ড ঘটায়। এ ঘটনায় অ’স্ত্র সরবরাহ ও নেতৃত্বের জন্য খলিফা হাফতারের লোকজনকে অভিযু’ক্ত করে আসছে লিবিয়ার জিএনএ সরকার।

ঘটনাটির পরই লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানায়, তারা এর তদন্ত শুরু করেছে। পরে লিবিয়ার সরকারের পক্ষ থেকে আরেকটি বিবৃতিতে বলা হয়, হ’ত্যাকারীদের বিচারের আওতায় আনতে প্র’তিজ্ঞা’বদ্ধ লি’বিয়া। এতে নিহ’তদের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.