Beanibazarview24.com






সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের যাত্রীরা। উড্ডয়নকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকায় ফাটল দেখা দিয়েছে।
তাৎক্ষণিক ফ্লাইটটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) ১ টা ২০ মিনিটের দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সরকারি পরিচালক শহিদুল ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-৬০২) ১০০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি যাত্রী নিয়ে রানওয়েতে গেলে উড্ডয়ন করার এক হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। সঙ্গে সঙ্গে বিমানটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.