Beanibazarview24.com






লক্ষ্মীপুরে মাইন উদ্দিন (৪০) নামে এক কা’রাব’ন্দির মৃ’ত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা কারাগারের মসজিদে জোহরের আজান দিতে গিয়ে তিনি হঠাৎ অচে’তন হয়ে পড়েন। তাকে উ’দ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘো’ষণা করেন।




লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার সাখাওয়াত হোসেন জানান, আজান দিতে গিয়ে হঠাৎ মাইন উদ্দিন অচে’তন হয়ে পড়ে যান। পরে সদর হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃ’ত ঘো’ষণা করেন। আবেদনের প্রেক্ষিতে ম’য়নাত’দন্ত ছাড়াই পরিবারের কাছে তার ম’রদেহ হস্তান্তর করা হয়।
জেলা কারাগার সূত্র জানায়, টাকা লেনদেন মাম’লায় মাইন উদ্দিনের এক বছরের কা’রাদ’ণ্ড দেন আদালত। গত ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাব’ন্দি ছিলেন। মাইন উদ্দিন রামগতি উপজেলার বালুরচর গ্রামের মৃ’ত ইউনুছ মিয়ার ছেলে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.