Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

ইতালিতে পৌঁছেছেন আটকেপড়া বাংলাদেশিরা


দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ইতালিতে পৌঁছেছেন ২৬৫ বাংলাদেশি। স্থানীয় সময় শুক্রবার বিকেল পাঁচটা পনের মিনিটে বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে প্রবাসী বাংলাদেশিরা দেশটির লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে এসে পৌঁছায়।

জানা গেছে, বাংলাদেশ থেকে দুপুর প্রায় ১২টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে বিশেষ বিমান রওনা দেয়। বিমানবন্দরে প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে এবং যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

পরে ইতালি আওয়ামী লীগের নেতা আয়েবার যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টু, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত করিম, বিশেষ ফ্লাইটের পরিকল্পনাকারী ভিসেন্সার সমাজসেবক মান্নান সর্দার, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি অলিউর শামীম, রোম মহানগর আওয়ামী লীগ নেতা স্বপন হাওলাদার, আওয়ামীলীগ নেতা কাজী বাহাদুরসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রদূত সোবহান সিকদার চার্টার্ড বিমান পরিচালনায় যারা সহযোগিতা করছেন তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা চেষ্টা করছি আরও চার্টার্ড বিমান পরিচালনার জন্য। আগত যাত্রীদের মধ্যে অ্যাডভোকেট আনিসুজ্জামান বলেন, আমরা আনন্দিত যে ২০১৪ সালের পর বাংলাদেশর পতাকাবাহী বিমানে বিরতিহীনভাবে ইতালিতে আসতে পেরে। তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, রাষ্ট্রদূতসহ বিমানের এমডির প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি সার্বিক সহযোগিতার জন্য মান্নান সর্দারের প্রতিও কৃতজ্ঞতা জানান। উপস্থিত এম এ রব মিন্টু আশা করেন ইতালি প্রবাসীদের দীর্ঘদিনের আশা বাংলাদেশ বিমানের ঢাকা রোম ফ্লাইট চালুর দাবি তা শিগগিরই বাস্তবায়ন করবেন প্রধানমন্ত্রী।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.