Beanibazarview24.com






ফেনীতে তারাবির নামাজ আদায়কালে সিজদারত অবস্থায় নবম শ্রেণিতে পড়ুয়া এক কি’শোরের মৃ’ত্যু হয়েছে। ফুলগাজী উপজে’লার সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৮ এপ্রিল) রাতে নামাজ পড়া অবস্থায় তার মৃ’ত্যু হয়।
পু’লিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে উপজে’লার দৌলতপুর গ্রামে ম’সজিদে তারাবির নামাজ পড়তে আসে আবুল বাশারের ছে’লে আবুল কালাম শাহীন (১৭)। নামাজ চলাকালীন এক পর্যায়ে সিজদায় গিয়ে সে না উঠে পড়ে থাকে। পরে মু’সল্লিরা সালাম ফিরিয়ে শাহীনকে তাৎক্ষণিক ফেনী জেনারেল হাসপাতা’লে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
ফেনী জেনারেল হাসপাতা’লের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন ভূঞা জানান, গত কয়েকদিন ফেনীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হচ্ছে। অনেকেই এ তাপমাত্রা সহ্য না করতে পেরে নানা সমস্যায় ভুগছেন। ওই কি’শোরের মৃ’ত্যু ‘হিট স্ট্রোক’ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ময়নাত’দন্ত শেষে কি’শোরের লা’শ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে।
ফুলগাজী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোহাম্ম’দ কুতুব উদ্দীন জানান, ম’সজিদে নামাজরত অবস্থায় শাহীন নামের এক কি’শোরের মৃ’ত্যুর ঘটনায় থা’নায় একটি অ’পমৃ’ত্যু মা’মলা রেকর্ড করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.