Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ


আগামী ১ নভেম্বর আলজেরিয়ায় বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল মাজিদ তাবুন মসজিদ পরিদর্শনকালে এ কথা বলেন। নির্বাচিত হওয়ার পর এটি ছিল প্রেসিডেন্ট আবদুল মাজিদের প্রথম মসজিদ পরিদর্শন।

আলজেরিয়ার রাজধানীতে অবস্থিত মুহাম্মাদিয়া অঞ্চলের মসজিদটি আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ ও বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে স্বীকৃত।

মসজিদটি ২ হাজার বর্গমিটারজুড়ে বিস্তৃত। এর মিনারের উচ্চতা প্রায় ২৬৫ মিটার। এর রয়েছে আন্ডারগ্রাউন্ড তিন স্তরের গাড়ি পার্কিংয়ে ব্যবস্থা যার আয়তন হবে ১ লাখ ৮০ হাজার বর্গমিটার। এতে ছয় হাজারের বেশি গাড়ি পার্ক করা যাবে।

আরো রয়েছে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য আলাদা দুটি হল। একটি ১৬,০০০ বর্গমিটারের ১৫০০ আসন সমৃদ্ধ। অন্যটি ১০০ বর্গমিটার ও ৩০০ আসন বিশিষ্ট।

মসজিদে থাকবে ২১ হাজার ৮০০ বর্গমিটারের সুবিশাল ও সমৃদ্ধ একটি লাইব্রেরি। একসঙ্গে দুই হাজার পাঠক এখানে বই পড়তে পারবেন।

সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদ-ই-নববীর পরই আয়তনের দিক থেকে এটি সবচেয়ে বড়। তা ছাড়া মসজিদটির মিনার পৃথিবীর সর্ববৃহৎ।

প্রসঙ্গত সুদানের পরই আফ্রিকা মহাদেশের বৃহৎ মুসলিম রাষ্ট্র আলজেরিয়া। এর ৪০.৬১ মিলিয়ন জনসংখ্যার প্রায় শতভাগ মুসলিম।

সূত্র : আলজেরিয়া প্রেস সার্ভিস

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.