Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

ঈদে পর্যটক বরণে প্রস্তুত সিলেটের পর্যটনকেন্দ্রগুলো, আবহওয়া নিয়ে শঙ্কা

ঈদুল ফিতরের ছুটিতে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকবে বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। সিলেটের টিলা, পাহাড়, পাথর, ঝরনা আর চা-বাগানের সৌন্দর্য দেখতে প্রতিবছরই ঈদ কিংবা বিভিন্ন ছুটির দিনে ভিড় জমান পর্যটকেরা। তবে এবারের ঈদের ছুটিতে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে শঙ্কায় আছেন তাঁরা। যদিও সারা দেশে দাবদাহের মধ্যে সিলেটে গত দুই দিন বৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনও সিলেটে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অনুকূলে থাকলে বিষয়টিকে ‘আশীর্বাদ’ মনে করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, সিলেটে আজ শুক্রবারসহ আগামী কয়েক দিন বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে সিলেটের জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল, পান্তুমাই, চা-বাগান বেশ জনপ্রিয়। এ ছাড়া সিলেটজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ছোট পাহাড়-টিলা আর ঝরনা দেখতে ভিড় জমান পর্যটকেরা। শাহজালাল (রহ.) এবং শাহপরান (রহ.) মাজারেও প্রচুর মানুষ বেড়াতে আসেন। বছরের সব সময়ই সিলেটে পর্যটকদের ভিড় জমলেও পর্যটনকেন্দ্রগুলো বর্ষা মৌসুমেই স্বরূপে ফিরে আসে। মেলে ধরে নিজেদের সৌন্দর্য। যদিও এখন গ্রীষ্মকাল চলছে। তবে এবার প্রচণ্ড গরমের কারণে সারা দেশের মানুষ অতিষ্ঠ। তাই কিছুটা স্বস্তির খোঁজে অনেকেই সিলেটে ভিড় জমাবেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ছুটিতে পর্যটনকেন্দ্রগুলোতে প্রায় ১০ লাখ পর্যটকের উপস্থিতি আশা করছেন তাঁরা।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বেশির ভাগ পর্যটনকেন্দ্র। এর মধ্যে জাফলং, মায়াবী ঝরনা, বিছনাকান্দি, রাতারগুল, পান্তুমাই ঝরনা আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান বলেন, এবার পান্তুমাই ঝরনাটি পর্যটকদের আকর্ষণ হতে পারে। যদিও মূল ঝরনাটি ভারতের পাহাড়ের কোলে। তবে আগের তুলনায় যোগাযোগব্যবস্থা এবং ঝরনা দেখার জন্য একটি মাঠ নির্ধারণ করা হয়েছে। সেখানে শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে। এতে জলপ্রপাতটি উপভোগ করতে পারবেন পর্যটকেরা।

রাতারগুল জলাবন-সংলগ্ন (সোয়াম্প ফরেস্ট) রাতারগুল গ্রামের বাসিন্দা সোনা মিয়া বলেন, ঈদ উপলক্ষে চৌমুহনী ঘাটে ১৫০টি নৌকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সম্প্রতি বৃষ্টির ফলে রাতারগুলে পানি বেড়েছে। এতে নৌকা চলাচলে এবং বনের সৌন্দর্য আরও বেড়েছে। বনের পরিবেশ পর্যটকদের মুগ্ধ করবে। অন্যান্য সময় এই ঘাটে এত নৌকা থাকে না। তবে ঈদকে কেন্দ্র করে নৌকাগুলো প্রস্তুত রাখা হয়েছে।

সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির বলেন, সিলেটের অধিকাংশ আবাসিক হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। বৃষ্টি হলে পর্যটকদের উপস্থিতিও বাড়বে, পাশাপাশি সিলেটের প্রাণপ্রকৃতিও স্বরূপে ফিরবে। সবকিছু ঠিক থাকলে ঈদের সময়ে সিলেটে প্রায় ১০ লাখ পর্যটকের উপস্থিতি ঘটবে বলে আশা করছেন তিনি।

এদিকে পর্যটকদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং। তিনি প্রথম আলোকে বলেন, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্রে নিরাপত্তাসহ, জেলা-উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হেল্প ডেস্ক, মেডিকেল ক্যাম্প করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক সাদা পাথর পর্যটনকেন্দ্র এলাকায় তৎপর থাকবেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা তৎপরতা চালাবেন। এ ছাড়া উপজেলায় পরিবহন, ঘাট ইজারাদার ও পর্যটনকেন্দ্রের ফটোগ্রাফারদের সঙ্গে আলাদাভাবে বৈঠক হয়েছে। তাঁরা যাতে পর্যটক হয়রানি না করেন, সে ব্যাপারে সচেতন করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, সারা দেশে দাবদাহের কারণে মানুষ এখন অতিষ্ঠ। এর মধ্যে সিলেটে বৃষ্টি হওয়ায় এখানে প্রশান্তি বিরাজ করছে। এতে ঈদের ছুটিতে সিলেটে ব্যাপক পর্যটক উপস্থিতি হতে পারে। পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ সব ধরনের প্রস্তুতি নিয়েছে। পোশাকধারী পুলিশ সদস্য ছাড়াও সাদাপোশাকেও ট্যুরিস্ট পুলিশ তৎপরতা চালাবে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, পর্যটকদের নির্বিঘ্নে যাতায়াত ও তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্যুরিস্ট পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে বৈঠক করা হয়েছে।
-প্রথম আলো

You might also like
1 Comment
  1. instagram takipci satin al

    ঈদে পর্যটক বরণে প্রস্তুত সিলেটের পর্যটনকেন্দ্রগুলো, আবহওয়া নিয়ে শঙ্কা – Beanibazar View24

Comments are closed, but trackbacks and pingbacks are open.