Beanibazarview24.com






স্ত্রী তার প.রকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। পরে স্ত্রীর প্রেমিকের স্ত্রীকে বিয়ে করে অদ্ভুত প্র.তিশোধ নিয়েছেন ভারতের বিহার প্রদেশের খাগরিয়ার যুবক নীরাজ। স্ত্রী পালানোয় এমন প্রতিশোধ নেয়ার ঘটনা স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ নীরাজের প্রশংসা করেছেন আবার কেউ এমন কঠোর পদক্ষেপে সমালোচনা করেছেন।




প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর আগে নীরাজের সঙ্গে রুবির বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে চার সন্তান রয়েছে। কিছুদিন আগে মুকেশ নামে এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যান রুবি। পসারাহা গ্রামের বাসিন্দা মুকেশও বিবাহিত এবং তার ঘরেও স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।




এদিকে স্ত্রীর প.রকীয়ার কথা জানার পর মুকেশের বিরুদ্ধে পসারাহা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন নীরাজ। পরে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে বিষয়টি মীমাংসার একাধিক চেষ্টা করা হয়। কিন্তু মুকেশ ও রুবি দেবী উভয়েই ফিরে আসতে অস্বীকৃতি জানান। এমতাবস্থায় নীরাজ মুকেশের স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কাকতালীয়ভাবে তার নামও রুবি।




দুই পরিবারের সম্মতিতে অনুষ্ঠিত হয় নীরাজ-রুবির বিয়ে। মুকেশ-রুবি দেবী যখন পালিয়ে বেড়াচ্ছেন তখন নীরাজ-রুবি দম্পতি জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাদের গ্রামেই।
সূত্র: ইন্ডিয়া টাইমস ও এনডিটিভি
Comments are closed, but trackbacks and pingbacks are open.