Beanibazarview24.com






ইউরোপের স্বপ্নে তুরস্কে পাড়ি জমিয়েছিলেন, তবে স্বপ্ন পুরন হয়নি। স্বপ্ন পূরন করতে তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে মৃ’ত্যুবরন করেছেন সুনামগঞ্জের যুবক সাজু মিয়া ( ২৭ )। তিনি সুনামগঞ্জ জে’লার জগন্নাথপুর উপজে’লার আব্দুল কাদিরের পুত্র।




গ্রীস প্রবাসী তরুন মোহাম্ম’দ ম’র্তুজা আলী সরকার তার মৃ’ত্যুর কথা নিশ্চিত করে জানান, মৃ’ত্যুবরনকারি সাজু মিয়া তুরস্ক থেকে গ্রীস আসার পথে এপেন্ডিসাইটিসের যন্ত্র’ণায় পথিমধ্যে গ্রীসের সীমান্তবর্তী এলাকায় মৃ’ত্যুবরণ করেন। মৃ’তদেহটি আলেকজান্দ্রোপলি পু’লিশ ময়না ত’দন্তের জন্য পাঠায় ও তাদের আওতায় রয়েছে । লা’শটি এথেন্সে নিয়ে আসার সার্বিক ব্যাবস্থা গ্রহণ করছে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস।
এদিকে, পথিমধ্যে এরকম একটি মৃ’ত্যুতে তুরস্ক এবং গ্রীসের বাংলাদেশী কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।
Comments are closed, but trackbacks and pingbacks are open.