Beanibazarview24.com






এ ধরনের ছবিগুলির মধ্যে কখনো লুকিয়ে থাকা বস্তু বা পার্থক্যগুলি শনাক্ত (identified) করতে হয়। এর মাধ্যমে নিজের বুদ্ধির স্তর জেনে নেওয়ার একটি ভালো উপায়। যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে দুটি কুকুরের (two dogs) মধ্যে একটি কুকুর দেখা গেলেও অন্যটিকে দেখা যাচ্ছে না।




উপরে শেয়ার করা ছবিটি একটি কুটির (cottage) ঘরের যেখানে একজন মানুষ বারান্দায় বসে রয়েছেন। বাড়ির পাশেই রয়েছে জঙ্গল। পরিবেশটি দেখতে বেশ মনোরম (pleasant)। ছবিটির মধ্যে একটি কুকুরকে দেখা গেলেও অন্য কুকুরটি কোথায় লুকিয়ে রয়েছে তা আপনাকে খুঁজে বের করতে হবে।




দাবি করা হয়েছে, কেবল ১৫% মানুষই লুকিয়ে থাকা কুকুরটিকে খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। বাকিরা অনেক খোঁজাখুঁজির পর হাল ছেড়ে দিয়েছেন এবং দাবি করেছেন ছবিতে কেবল একটিই কুকুর রয়েছে। আপনিও যদি ইতিমধ্যেই লুকিয়ে থাকা কুকুরটি খুঁজে পান তাহলে আপনার চোখ সত্যিই তীক্ষ্ণ।




অপটিক্যাল ইলিউশন মানেই ‘চোখের প্রতারণা’। তার মানে এই নয় যে আপনার চোখ দুর্বল। কিন্তু এই জাতীয় ছবিগুলি সর্বদাই চোখকে বিভ্রান্ত করে। আপনি যদি এখনো লুকিয়ে থাকা কুকুরটি খুঁজে না পান তাহলে ইঙ্গিত দিয়ে বলছি, লোকটির পিছনেই কুকুটি মুখ বের করে রয়েছে। আপনার সুবিধার্থে হাইলাইট করে বুঝিয়ে দেওয়া হলো।




আপনি যত কঠিন ধাঁধা সমাধান করার চেষ্টা করবেন মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি আরও সক্রিয় হয়ে উঠবে এবং আপনাকে সৃজনশীল করে তুলবে। এছাড়াও বলা হয়েছে, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। এছাড়া এগুলি একপ্রকার মস্তিষ্কের ব্যায়ামও।




Comments are closed, but trackbacks and pingbacks are open.