Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

এবার ঘণ্টায় ২০ হাজার মাইল গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে আরেক বিশাল গ্রহাণু, আতঙ্ক!

This time another huge asteroid is coming towards the earth at a speed of 20 thousand miles per hour, panic!


একের পর এক দুর্যোগ। পৃথিবীর দিকে ধেয়ে আসছে একের পর এক বিশাল আকাশের গ্রহাণু। জানা যাচ্ছে, অন্তত পাঁচটি গ্রহাণু বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এমনটাই জানাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। যদিও ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহাণু একেবারে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গিয়েছে।

নাসার বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বুধবার বাংলাদেশ সময় দুপুর ২.৪৩ মিনিটে ১০৮ ফুট চওড়া ২০২০ কেকে৭ গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছে। এরপর সন্ধ্যা ৬.৪৭ মিনিট নাগাদ ঘণ্টায় ১২,০০০ মাইল বেগে পৃথিবীর পাশ দিয়ে উড়ে গিয়েছে ১১৫ ফুট চওড়া ২০২০ কেডি৪ গ্রহাণু।

তা পৃথিবীর আড়াই মিলিয়ন মাইল দূর দিয়ে বেরিয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, সবচেয়ে বড় গ্রহাণু ১৪৪ ফুট ব্যাসের ২০২০ কেএফ ঘণ্টায় ২৪ হাজার মাইল গতিবেগে রাত ১০টা নাগাদ উড়ে যাবে। ইডিটি অনুসারে, ওই সময় দুপুর সাড়ে ১২টা। এর পরের গ্রহাণুটি প্রায় ১০৫ ফুট চওড়া। এর নাম ২০২০ কেজেআই।

ইডিটি অনুসারে দুপুর ৩.২৭ নাগাদ তা ঘণ্টায় ১১ হাজার মাইল বেগে পৃথিবীর পাশ ঘেঁষে বেরিয়ে যাবে। পৃথিবীর কাছ থেকে এর ন্যূনতম দূরত্ব থাকবে ১.৩ মিলিয়ন মাইল। ভাবছেন তো বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে? মোটেই না। আরও একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। সূত্র: কলকাতা২৪

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.