Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

লন্ডনে লকডাউনের বি.রু.দ্ধে হাজারো মানুষের বি.ক্ষো.ভ


লকডাউনবিরোধী হাজার হাজার বি.ক্ষো.ভ.কা.রী গতকাল শনিবার মধ্য লন্ডনে মিছিল করেছে। এ সময় তারা প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট উভয় ভবনে টেনিসবল নিক্ষেপ করে। ইংল্যান্ডে ২১ জুন থেকে বিধি-নিষে.ধ তুলে নেওয়ার কথা ছিল, তবে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এই ঘোষণা কমপক্ষে চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। বি.ক্ষো.ভ.কারীরা হাইডপার্ক থেকে অক্সফোর্ড স্ট্রিট হয়ে পার্লামেন্ট ভবনের দিকে মিছিল করে, তারা পতাকা বহন করে, শিস দিয়ে চিৎ.কার করে অবিলম্বে বি.ধি-নি.ষেধ প্রত্যা.হারের দাবি জানায়।

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলের ডেভন থেকে বিক্ষোভে অংশ নেওয়া আইইন ম্যাককাসল্যান্ড বলেন, ‘এই বি.ক্ষো.ভে আমার অংশ নেওয়ার প্রধান কারণ, লকডাউনে আমার স্বাধীনতা ও অধিকার হ.র.ণ করা হচ্ছে।’ তিনি বলেন, ‘আমাদের সম.বেত হওয়া, ভ্রমণ এবং কাজ করার স্বাধীনতা আছে, বিধি-নিষেধ এসব অধিকার হ.রণ করছে, আমি সত্যিই সরকারের ওপর বেশ ক্ষু.ব্ধ; এ জন্য সবাই এখানে এসেছে।’

একটি প্ল্যাকার্ডে স্বাস্থ্যমন্ত্রী ‘হ্যা.নকককে গ্রে.প্তা.রের’ দাবি জানানো হয়েছে। শুক্রবার সরকারি অফিসের ভেতরে একজন সহযোগীকে চুম্বন করার সিসিটিভি ফুটেজ প্রকাশের পর তিনি শিরোনাম হয়ে ওঠেন। এতে তার পদত্যাগের দাবি তোলা হয়।

পরে দুঃ.খ প্রকাশ করে ক্ষ.মা চেয়ে পদ.ত্যা.গ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক। গতকাল শনিবারই প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দুঃখ প্রকাশ করে পদত্যাগপত্র দেন তিনি। এক বিবৃতিতে হ্যা.নকক বলেন, ‘আমি স্বীকার করছি যে বর্তমান পরিস্থিতিতে আমি সামাজিক বিধি-নিষেধ সং.ক্রা.ন্ত নির্দেশনা লঙ্ঘ.ন করেছি। দেশের জনগণ ও সরকারকে বি.ব্রত করার জন্য আমি খুবই দুঃখিত।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.