Beanibazarview24.com






ইতালিতে একদিনে তিন প্রবাসী বাংলাদেশি মা.রা গেছেন। বুধবার (৫ মে) মা.রা যাওয়া তিন বাংলাদেশি হলেন শাহারুল আলম সাগর (২৮), মো. গোলাম মোস্তফা মিয়া (৫৫) ও মো. ছিদ্দিক (৪৬)। তিন বাংলাদেশির মধ্যে দুইজন করোনায় ও ছিদ্দিক নামের অপর এক বাংলাদেশি ব্রেন স্টো.কে মা.রা যান।




তিন বাংলাদেশির মধ্যে সাগরের বন্ধুর বরাত দিয়ে নাম প্রকাশ্যে অনি.চ্ছুক ইতালি প্রবাসী জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন সাগর। পরে হাসপাতালে ভর্তির হলে পরীক্ষায় করোনা শনাক্ত হয়। দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর না ফেরার দেশে চলে যান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগরের ম.র.দে.হ হাসপাতালে ছিলো।




ইতালি প্রবাসী সোহাগ খান জানান, ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি গোলাম মোস্তফা স্থানীয় সময় দুপুর ১২টায় ভেনিসের মেসত্রে আনজেলো হাসপাতালে চিকিৎসা অবস্থায় মা.রা যায়।




অপরদিকে রোমে বসবাসরত মো. ছিদ্দিক স্থানীয় সময় বেলা ১১টায় ব্রেন স্টোকে মৃ.ত্যু.ব.র.ণ করেন। তিন রে.মি.টে.ন্স যো.দ্ধা.র মৃ.ত্যু.তে ইতালি প্রবাসীদের মাঝে শো.কে.র ছায়া নেমে এসেছে।




জানা গেছে, সাগরের বাড়ি কুমিল্লা, গোলাম মোস্তফার বাড়ি কিশোরগঞ্জ ও মো. ছিদ্দিকের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানায়। এদিকে তিন দিন আগে ইতালির উত্তর পালেরমোতে বসবাসকারী সেকেন আলি (ইউসুফ) নামে আরেক বাংলাদেশি করোনায় আ.ক্রা.ন্ত হয়ে মা.রা গেছেন।







Comments are closed, but trackbacks and pingbacks are open.