Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

আমেরিকার নাগরিকত্ব পেতে হলে গুনতে হবে ১১৭০ ডলার


আমেরিকায় ইমিগ্রেশন ফি এক লাফে বেড়ে আকাশচুম্বী। বিভিন্ন ক্যাটাগরিতে ইমিগ্রশনের ফি বেড়েছে ২০ থেকে ৫৩৫ ভাগ।ট্রাম্প প্রশাসনের আমলে যে হারে এই ফি বেড়েছে তা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন।

ডিপোর্টেশন আদেশ স্থগিতে ফি ২৮৫ ডলার থেকে বাড়িয়ে ধার্য করা হয়েছে ১৮১০ ডলার। যা কিনা বর্তমান ফি’র চেয়ে ৫৩৫ শতাংশ বেশি। এ ধরনের অস্বাভাবিকতা দেখে ইমিগ্রেশন আইনজীবীরাও বিস্ময় প্রকাশ করেছেন। নাগরিকত্বের জন্য আবেদন (এন- ৪০০) এক লাফে বাড়ানো হয়েছে ৫০০ ডলার। যা আগে ছিল ৬৪০ ডলার। এখন তা ১১৭০ ডলার। বেড়েছে ৮০ শতাংশ।

ওয়ার্ক পারমিটের আবেদন(আই-৭৬৫) ফি ৪১০ ডলারের পরিবর্তে করা হয়েছে ৫৫০ ডলার। পিটিশন ফর আল্যায়ন রিলেটিভস(আই
-১৩০) ফি ১৩৫ ডলারের থেকে বেড়ে এখন ১৪৫ ডলার। যোগ হয়েছে এসাইলাম আবেদন ফি।

বিশ্বব্যাপী রিফিউজিরা বিভিন্ন দেশে ফি ছাড়া আবেদন করেন। শুধুমাত্র অস্ট্রেলিয়া, ফিজিও, ইরান এতদিন আবেদন ফি চার্জ করত। চতুর্থ দেশ হিসেবে আমেরিকা যুক্ত হলো। এসাইলাম আবেদনের জন্য এখন ধার্য করা হয়েছে ৫০ ডলার।

নিম্ন আয়ের বৈধ অভিবাসীরা আমেরিকার নাগরিকত্বের জন্য আবেদন করলে ফি না দিলেও চলত।যদিও তা এখনো বহাল রয়েছে কিন্তু আবেদন প্রক্রিয়া এতই জটিল করা হয়েছে যে, তাতে অনেকেই নাগরিকত্ব পেতে হলে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। যা আগে অনেকটাই সহজ ছিল। গত ৩১ জুলাই ডিপার্টমেন্ট অব সিকিউরিটি চূড়ান্তভাবে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারাইলেজশন সার্ভিস ফি নির্ধারণ করে। নতুন এই ধার্য করা ফি কার্যকর হবে আগামী ২ অক্টোবর থেকে।

এ সম্পর্কে সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জোসেফ এডলফ বলেন, ইউএস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রশেন সার্ভিসেস(ইউএসসিআইএস) এর খরচ বহন করার জন্য ইমিগ্রেশন ফি বাড়ানো হয়েছে।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.