Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

গ’ণধ’র্ষণ : ‘প্রশ্র’য়দাতা’ নেতার ফোন ট্র্যা’ক করে ৪ আ’সামি পা’কড়াও!


সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আ’টকে নববধূ ধ’র্ষণের ব’র্বল ঘটনার পর দুই রাত ও একদিন পর্যন্ত আ’ত্মগো’পনে ছিলেন মা’মলার এজাহারনামীয় ছয় আ’সামি। এর ঠিক পরবর্তী মাত্র ১৬ ঘণ্টায় ধরা পড়েন এজা’হারনামীয় পাঁচ আ’সামি।

এর মধ্যে চারজনকে এমসি কলেজের এক ছাত্রলীগ নেতার ফোন নম্বর ট্র্যা’ক করে গ্রে’ফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, এমসি কলেজ ছাত্রলীগের এক নেতার ফোন নম্বর ট্র্যা’ক করে চার আসা’মির অবস্থান শ’নাক্ত হয়। এরপর কয়েকটি ঝ’টিকা অভি’যানে চারজনকে গ্রে’প্তার করা হয়।

ওই কর্মকর্তা আরও জানান, গত শুক্রবার ছাত্রাবাসে গ’ণধ’র্ষণ ঘট’নায় জ’ড়িতদের সম্পর্কে যাবতীয় তথ্য রাতেই জানাজানি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ছবিও ছড়িয়ে পড়ে। শনিবার সকালে এ ঘটনায় মা’মলা হয়। শনিবার সকাল আ’টটা থেকে বেলা ১১টা পর্যন্ত- এই তিন ঘণ্টায় এমসি কলেজের এক ছাত্রলীগ নেতার মুঠোফোন নম্বরে অসংখ্যবার কল আসে। এতে পুলিশের স’ন্দেহ হয়। পুলিশ তাঁর মুঠোফোন নম্বর ট্র্যা’ক করে। অত:পর তথ্যপ্র’যুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শ’নাক্ত হয়। পরে একে একে ধরা পড়েন এজা’হারভু’ক্ত চারজন আসা’মি।

সবার শেষে গতকাল রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে গ্রে’প্তার করা হয় আসামি রবিউল হাসানকে (২৮)। রাতেই তাকে সিলেট মহানগর পুলিশের কাছে হ’স্তান্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, পুলিশের ‘ঊ’র্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ নির্দেশনা, গোয়েন্দা ও পুলিশ বিভাগের সমন্বিত অ’ভিযানে রবিউলের অবস্থান শনা’ক্ত করা হয়। রাত নয়টা থেকে ১০টার মধ্যে শনা’ক্ত করা স্থান থেকে রবিউল গ্রে’প্তার হন।

রবিউলের বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের জগদল গ্রামে। গ্রে’প্তার এড়াতে সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজারের নিজআগনা গ্রামে এক আ’ত্মীয়র বাড়িতে আ’ত্মগো’পন করেছিলো।

হবিগঞ্জে রবিউলকে ধরার প্রায় আধা ঘণ্টা আগে র‍্যাব-৯ আরেক অভিযানে জেলার শায়েস্তাগঞ্জ থেকে শাহ মাহবুবুর রহমান ওরফে রনিকে গ্রে’প্তার করে। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামে। এর আগে হবিগঞ্জের মাধবপুর থেকে গোয়েন্দা পুলিশের একটি দল পলা’তক আরেক আ’সামি অর্জুন লস্করকে গ্রে’প্তার করে। অর্জু’নকে গ্রে’প্তার করার আগে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রে’প্তার হন প্রধান আ’সামি সাইফুর রহমান। খেয়াঘাট থেকে দোয়ারাবাজার যাওয়ার পথে গ্রে’প্তার হন তিনি।

এদিকে, যে ছাত্রলীগ নেতার ফোন নম্বর ট্র্যাক করে চা’র আ’সামিকে পা’ক’ড়াও করা হয় সে ছাত্রলীগ নে’তাই টিলাগড় ও এমসি কলেজ এলাকায় অ’ভিযু’ক্তদের শে’ল্টার দিতেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। ওই ছাত্রলীগ নে’তার আ’শ্রয়-প্র’শ্রয়েই রবিউল-সাইফুররা অত্র এলাকায় নৈ’রাজ্য আর অ’রাজ’ক’তা চালাতো বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
– সিলেটভিউ২৪ডটকম

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.