Beanibazarview24.com






যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই প্রার্থী। স্টেট ডিস্ট্রিক্ট-৪ এ রিপ্রেজেন্টেটিভ পদে লড়ছেন হেমট্রামিক সিটির প্রথম বাংলাদেশি কাউন্সিলর সাহাব আহমেদ সুমীন। অপরদিকে ওয়েইন কাউন্টি কমিশনার পদে প্রার্থী হয়েছেন হেমট্রামিক সিটির বর্তমান কাউন্সিলর মো. কামরুল হাসান।




আগামী ৪ আগস্ট এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার বিকেলে গেইটস অব কলম্বাস হল রুমে স্বদেশিদের এক সুধী সমাবেশ অনুষ্ঠানে তারা প্রার্থীতার বিষয়ে জানান। দুই প্রার্থীর যৌথ উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থীরা স্বদেশিদের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।




বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে আমেরিকার মুলধারার রাজনীতিতে যুক্ত করতে হলে এখনই সময় আমাদের একসঙ্গে কাজ করার। ঐক্যবদ্ধ কাজ করলে দুই প্রার্থীর বিজয় সুনিশ্চিত। বক্তারা একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সুধী সমাবেশ বক্তব্য দেন হেমট্রামিক সিটির কাউন্সিলর নাইম চৌধুরী, ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর সালমা খলিল, বিএডিসি ককাস সভাপতি মুহিত মাহমুদ, নাজমুল হাসান শাহীন, আব্দুর শাকুর খান মাখন, খাজা সাহাব আহমেদ।
এছাড়া আবু মুসা, বকুল তালুকদার, সৈয়দ ইকবাল চৌধুরী, শামীম আহমেদ, কামাল রহমান, মনজুরুল করিম তুহিন, শহিদুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রবাসী সাংবাদিকসহ বাংলাদেশি সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.