Beanibazar View24
Beanibazar View24 is an Online News Portal. It brings you the latest news around the world 24 hours a day and It focuses most Beanibazar.

যুক্তরাষ্ট্রে মা-বাবা-বোন ও নানীকে হ.ত্যা.র পর আ.ত্ম.হ.ত্যা করেন বাংলাদেশি দুই ভাই


মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের উপকণ্ঠের একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ বাংলাদেশির ম.র.দে.হ উ.দ্ধা.র করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার (৫ এপ্রিল) সকালে তাদের ম.র.দে.হ উ.দ্ধা.র করা হয়।

নি.হ.ত.রা অভিবাসনের মাধ্যমে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে- পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ভাই অন্য চার সদস্যকে হ.ত্যা করেন এবং তারপর নিজেরা আ.ত্ম.হ.ত্যা করেন।

প্রাথমিক বর্ণনায় পুলিশ জানায়, প্রায় সমবয়সী দু’ভাই মিলে তাদের মা-বাবা, নানী এবং একমাত্র বোনকে হ.ত্যা.র পর নিজেরাও আ.ত্ম.হ.ত্যা করেছে। এলেন সিটি পুলিশের সার্জেন্ট জন ফেলী জানান, সম্ভবত গত শনিবার এমন নৃ.শং.স.তার ঘটনা ঘটে।

১৯ বছর বয়েসী একজনের ফেসবুক স্ট্যাটাসে এই পরিস্থিতির আলোকপাত করা হয়েছে। পুলিশের মতে ‘আ.ত্ম.হ.ত্যা.র প্রসঙ্গ’-তে রয়েছে হতা.শা.র ধারা বিবরণী।

পরিবারের প্রধান স্যাম তৌহিদের পরিচিত সেখানকার ট্র্যাভেল ব্যবসায়ী শাহীন হাসান জানান, কোনো কারণে হয়তো তৌহিদের দুই পুত্রই বি.ষ.ন্ন.তায়. আ.ক্রা.ন্ত ছিল। আ.ত্ম.হ.ত্যা.র সেই নোটে সে উল্লেখ করেছে- ২০১৬ সালে নবম গ্রেডে পড়াবস্থায় আমি বি.ষ.ন্ন.তা.য় আ.ক্রা.ন্ত হয়েছি বলে চিকিৎসক জানায়। এ জন্য আমি পরীক্ষায় ফেল করেছি।

আজ আমি নিজের শরীরে দু’বার কেটেছি। খুবই কষ্ট পেয়েছি। আমার মনে আছে ২০১৭ সালের ২২ আগস্ট, কাঁ.চি.র মত ধা.রা.লো অ.স্ত্র দিয়ে শরীরে কে.টে.ছি.লা.ম। অনুভব করেছি কতটা অসহনীয় য.ন্ত্র.ণা। এরপর প্রায় দিনই শরীরে রান্নাঘরের চা.কু. দিয়ে কে.টে.ছি। বি.ষ.ন্ন.তা.র দুঃখবোধ লাঘবের পথ খুঁজেছি। এ অবস্থায় আমার ঘনিষ্ঠ তিন বন্ধু আমাকে ত্যা.গ করেছে।

এমনি হ.তা.শা.র মধ্যেই আমাকে ভর্তি করা হয় ইউনিভার্সিটি অব অস্টিনে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। এরপর আমি ভেবেছি যে, এবার জীবনটা সঠিক ট্র্যাকে উঠেছে। বাস্তবে তা ঘটেনি। বি.ষ.ন্ন.তায় জ.র্জ.রি.ত হয়ে পুনরায় আমি নিজের শরীর র.ক্তা.ক্ত করি এবং কাঁ.দ.তে কাঁ.দ.তে বিছানায় ঘুমাতে যাই। সান্ত্বনা খুঁজি যে, আমি সুস্থ হয়েছি। অন্যদের মতই স্বাভাবিক। কিন্তু সেটি সত্য বলে কখনোই মনে হয়নি।

এক পর্যায়ে সে লিখেছে, আমি যদি আ.ত্ম.হ.ত্যা করি তাহলে গোটা পরিবার সারাটি জীবন কষ্ট পাবে। সেটি চাই না। সেজন্যে পরিবারের সকলকে নিয়ে মা.রা যাবার চূড়ান্ত সি.দ্ধা.ন্তে বড়ভাইকে সামিল করলাম। দু’ভাই গেলাম ব.ন্দু.ক ক্র.য় করতে। আমি হ.ত্যা করবো ছোটবোন আর নানীকে। আমার ভাই করবে মা-বাবাকে। এরপর উভয়ে আ.ত্ম.হ.ত্যা করবো। কেউ থাকবে না কষ্ট পাবার।

আ.ত্ম.হ.ত্যার অ.ন্তি.ম মুহুর্তে লেখা ওই নোটে সে আরো উল্লেখ করেছে যে, ব.ন্দু.ক ক্র.য়ের ব্যাপারটি খুবই মামুলি। ব.ন্দু.ক নি.য়.ন্ত্র.ণ আইনের নামে তা.মা.শা চলছে সর্বত্র। বড়ভাই গেলেন দোকানে। বললেন যে, বাড়ির নিরাপত্তার জন্যে ব.ন্দু.ক দরকার। দোকানি কয়েকটি ফরম ধরিয়ে দিলে সেখানে স্বাক্ষর করলেন ভাই। এরপর হাতে পেলাম কাঙ্ক্ষিত বস্তুটি, যা দিয়ে নিজের কষ্ট এবং পরিবারের কষ্ট স.হ.জে লা.ঘ.ব করা যাবে।

নি.হ.ত.দের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে জানিয়েছে, নি.হ.ত.দের মধ্যে দু’জন টিনএজ বয়সী ভাই, তাদের এক বোন, তাদের বাবা-মা এবং দাদি রয়েছেন। সবচেয়ে কমবয়সী নি.হ.তের বয়স ১৯ বছর।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.