Beanibazarview24.com






হবিগঞ্জে দুই শিশুর র.হস্যজন মৃ.ত্যু হয়েছে। তারা দুজন সহোদর। চিকিৎসকের শঙ্কা খাবারে বিষক্রিয়ার কারণে তাদের মৃ.ত্যু হয়েছে। রবিবার (২০ নভেম্বর) সকাল ৮টার দিকে পৌর এলাকার উমেদনগরে এ ঘটনাটি ঘটে। তারা ওই এলাকার ট্রাক্টর চালক আক্তার হোসেনের ছেলে আলী নূর (৪) ও মোবারক মিয়া (৩)।




শিশুদের মা ববিতা আক্তার জানান, রাতে খাবার খেয়ে তারা দুই ভাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে ওঠে দুই ভাই কুল ফল খায়। হঠাৎ করে দুই ভাই ‘ভূত ভূত’ চিৎকার করে বাহির থেকে দৌঁড়ে ঘরে ঢুকে মা বাবাকে জড়িয় ধরে জ্ঞান হারিয়ে ফেলে।




তাদেরকে উ.দ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার থানার ওসি গোলাম মর্তুজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ম.রদেহ দুটির শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
হবিগঞ্জ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মোমিন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃ.ত্যু হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.