Beanibazarview24.com






ব্রিটেন থেকে ফ্রান্সে অ’বৈধ অ’ভিবাসী পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অ’ভিযোগে পূর্ব লন্ডনের দুই ব্যক্তিকে অ’ভিযু’ক্ত করেছে পু’লিশ।অ’ভিযু’ক্তরা হলেন উডফোর্ড গ্রিনের মোহাম্ম’দ মোকতার হোসাইন এবং লেইটনস্টোনের নুর উল্লা।




ন্যাশনাল ক্রা’ইম এজেন্সি জানিয়েছে, স’ন্দেহভাজন মানবপাচারকারীদের পাকড়াওয়ের উদ্দেশ্যে গত ১৯ শে মে পূর্ব লন্ডনে ব্যাপক অ’ভিযান চালিয়ে তাদের গ্রে’প্তার করা হয়। অ’ভিযানের সময় হোম সেক্রেটারী প্রীতি পাটেল নিজে উপস্থিত ছিলেন। একই অ’ভিযানে আরো অন্তত পাঁচ জন মিনি ক্যাব ড্রাইভা’রকে গ্রে’প্তার করে পু’লিশ।




অ’বৈধ অ’ভিবাসীদের পিক-আপ পয়েন্টে আনা-নেওয়ার সঙ্গে তারা সংশ্লিষ্ট ছিলেন বলে স’ন্দেহ করছে পু’লিশ। গ্রে’প্তারের পর ছেড়ে দেওয়া হলেও তাদের বি’রুদ্ধে ত’দন্ত অব্যাহত রয়েছে। এছাড়া পূর্ব লন্ডনের মাইলএন্ডের একটি বাড়ি থেকে ১১ জন স’ন্দেহভাজন অ’ভিবাসীকে উ’দ্ধার করে ন্যাশনাল ক্রা’ইম এজেন্সি।







Comments are closed, but trackbacks and pingbacks are open.